হিন্দু পুণ্যার্থীদের পাশে মুসলমানরা, আশ্রয়ের জন্য খুলে দিলেন মসজিদের দরজা
|| আন্তর্জাতিক ডেস্ক ||সংকটকালে মানুষ হয়ে মানুষের দিকে হাত বাড়ানোর বা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের আরও এক দৃষ্টান্ত পাওয়া গেলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) মহাকুম্ভ মেলা (সনাতন ধর্মীয় উৎসব) চলাকালে।গত ২৯ জানুয়ারি সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন হিন্দু পুণ্যার্থীর আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলমানরা খুলে দিয়েছিলেন মসজিদ, মাদ্রাসা ও ইমামবাড়ার দরজা।অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলমান ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি হয়েছিল। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।বিপন্ন মানুষের জন্য শুধু মসজিদ, মাদ্রাসাই নয়—ক্ষুধার্ত, অসহায় পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলমানরা উন্মুক্ত করেছিলেন বাড়ির আঙিনা। আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জন্য নিরামিষ খাবারও রান্না করা হয় বহু পরিবারে। পুরি, সবজি, খি...










