অধ্যাপক সাইফুল ইসলাম খানের অপারেশন সম্পন্ন, অবস্থা জানতে হাসপাতালে মুক্তিযুদ্ধমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের খাদ্যনালীতে রক্তক্ষরণ জনিত অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২ জুন) বিকাল ৪ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রধান সার্জন (জেনারেল) অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন এই জটিল অপারেশনটি করেন। অপারেশন শেষে রোগীকে আইসিইউতে রাখা হয়েছে।অপারেশন পরবর্তী রোগীর অবস্থা জানতে সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি। তিনি আইসিইউতে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে রোগীর খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার কথা বলেন। পরে অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সহধর্মিণীসহ পরিবারের সাথে কথা বলে সান্তনা প্রদান করেন এবং ড. খানের রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এরপর হাসপাতালে এসে রোগীর খোঁজখবর নেন আল্লামা রুমি সো...
