ইমাম মুসলিম রাহমাতুললাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান
-প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানসারসংক্ষেপইমাম মুসলিম রাহমাতুললাহ আলাইহি হাদীসের বিশুদ্ধতা নিরূপণে অবিস্মরণীয় হয়ে আছেন, তাঁদের অন্যতম। তিনি খুরাসানের নিশাপুরে নামক স্থানে ২০৪ হিজরি মোতাবেক ৮২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২৬১ হিজরির ২৬ শে রজব এবং নিশাপুরেই তাকে দাফন করা হয়।নিশাপুর বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত।উত্তরপূর্ব ইরানের খোরাসান প্রদেশের একটি শহর এবং নিশাপুর শহরিস্তানের (বিভাগ) রাজধানী। বিনালুদ পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি আগে খোরাসান প্রদেশের রাজধানী ছিল। ইমাম মুসলিম রাহমাতুললাহ আলাইহি ছিলেন মুলত আরব বংশজাত। ইলমুল হাদীসের এই নির্ভরযোগ্য মনিষির নাম 'মুসলিম', উপনাম 'আবুল হুসাইন' আর উপাধি আসাকিরুদ্দীন। তাঁর বংশপরম্পরা আরবের বিখ্যাত বংশ 'কুশাইর'-এর সঙ্গে যুক্ত বলে তাঁকে কুশাইরিও বলা হয়। ইমাম মুসলিমের প্রাথমিক শিক্ষা নিশাপুরেই সম্...