ইলমুন নুবুওয়াহ সনদের উপর প্রতিষ্ঠিত
|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||ইলমুন নুবুওয়াহ বলতে নবুওয়াতী জ্ঞান, ঐশী জ্ঞান বা ঐশী প্রত্যাদেশকে বুঝানো হয়। এ জ্ঞানের বিভাজন করা হয়ে থাকে দু’ভাবে১. ওহী মাতলু -যা সালাতে পাঠ করা হয় ইবাদাত হিসেবে-আল-কুরআনুল কারীম২. ওহী গায়রু মাতলু-যা পঠিত হয় না ইবাদাত হিসেবে-আল-হাদীস বা সুন্নাহউম্মাতে মুহাম্মদীর জন্য এতদুভয়কে আকড়ে ধরা ওয়াজিব।রাসূল সা. বলেছেন: আমি দু’টো জিনিস তোমাদের নিকট রেখে গেলাম, যদি তোমরা এ দু’টোকে আকড়ে ধরো তাহলে পথ ভ্রষ্ট হবে না- ১. আল্লাহর কিতাব এবং ২. আমার সুন্নাহ (মুয়াত্বা ইমাম মালেক, ২/৮৯৯)।রাসূল মুহাম্মদ সা. এর উপর ওহী বা ঐশী জ্ঞান -ইলমুন নুবুওয়াহ- এর সূত্রপাত হয়েছিল হেরা গুহায় আল্লাহর প্রত্যাদেশসহ জিবরাঈল আ. এর আগমণের মাধ্যমে। আয়িশা রা. থেকে বর্ণিত হাদীস: জিবরাঈল আমীন এসে বললেন: পড়, রাসূল সা. বললেন আমি তো পাঠ করতে পারি না-আমি পাঠকারী নই। তিনি বললেন: জি...