সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল চারটা হতে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সমিরন শিল্প গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ডক্টর খ ম আব্দুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হোসেনপুর লাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোস্তফা মাহমুদ। এছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলামী সংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত শিল্পী, সাহিত্যিক, কবি এবং শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত ছিলেন।...