‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” করার সিদ্ধান্ত
|| মো.জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ফিজিবিলিটির বিষয়টি এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিলিয়ে একটি বড় আয়োজন করার চেষ্টা চলছে।শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ নামের পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।উপাচার্য বলেন, আমরা একটি দলে কাজ করছি। এবারের শোভাযাত্রায় যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তার দুটি বার্তা রয়েছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল স্...










