রাবিতে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বাংলার নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে শান্তির বার্তা নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।এবারের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল জুলাই অভ্যুত্থানকে ধারণ করে ২৪ ইঞ্চি কলম, আন্দোলনে শহীদ মুগদ্ধের পানি বিতরণের দৃশ্যকে স্মরণ করে বোতলের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করা প্রতীকী বিমান, যেটার গায়ে লেখা ‘ঢাকা টু দিল্লি’, হাত পাখা, ঢেঁ বাঙালি জেলেদের মাছ ধরার পলি, পালকি এবং গরুর গাড়িতে বরযাত্রা। যার প্রত্যেকটি বিশেষ অর্থে তাৎপর্যপূর্ণ। এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের ওপন ইসরায়েলের বর্রবতার চিত্র হিসেবে যুদ্ধ বিমানে...










