পানছড়িতে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||১০ মে ২০২৫ শনিবার সকালে সংঘ মিত্র বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পানছড়ি জিড়ো পয়েন্ট হয়ে আবার কলেজ গেইট এলাকায় সংঘ মিত্র বৌদ্ধ বিহারে শেষ হয়। পরে বিহারে বৌদ্ধ ধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবির গন ধর্মীয় বানী প্রচার করেন। এ-সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়ীকাগণ বোদ্ধ পুজা করেন।জানা যায়, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্ট পূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব ...










