ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার আগুনে পুড়ছে বাংলাদেশ। এ দায়ভার বিএনপিকেই নিতে হবে। তাঁরা অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে চাঁদাবাজি ও সহিংসতার নতুন দরজা খুলে দিয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমরান হোসাইন নূর বলেন,একজন নাগরিক চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাতে নির্মমভাবে খুন হন এ ঘটনা প্রমাণ করে আজ বাংলাদেশে ইনসাফ, নিরাপত্তা ও ন্যায়বিচার কেবলই অলীক কল...










