মওলানা আব্দুর রহিম র. ও আজকের আলেমসমাজ
|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||মওলানা আব্দুর রহিম র. পিরোজপুরের কাউখালীর কৃতি সন্তান। তিনি দেশের খ্যাতিমান আলিম, ইসলামী চিন্তাবিদ, গবেষক, চিন্তক বাগ্মী পার্লামেন্টেরিয়ান, শতাব্দীর সেরা ব্যক্তিত্ব।শুধু আলিয়া মাদ্রাসায় পড়ে কুরআন হাদিস ছাড়াও আল-কুরআনে বিজ্ঞান, দর্শন, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, জাতি, পরিবারতন্ত্র বিষয়ে তার মধ্যে জ্ঞানের যে পরিস্ফুটন ঘটে, সাধারণত অন্য কোনো আলেমের মধ্যে তা পরিলক্ষিত হয় না।তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। ছিলেন না শিক্ষার্থী। অথচ তার অনেক গ্রন্থই আজকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রেফারেন্স/পাঠ্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে।মিডিয়ার যুগে আমরা ফেসবুক, পেপার-পত্রিকা, অনলাইনে দেশের অনেক আলেম, আল্লামা, মুফতি, মুফাসসির, পীর, শায়েখ, মাশায়েখ- এরকম বহু অভিধায় অভিহিত প্রাজ্ঞ ব্যক্তিদের চেহারার সাথে তাদের নাম, য...