ইসলামি বইমেলার সময় বাড়লো ১০ দিন, চলবে ২০ নভেম্বর পর্যন্ত
|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলার সময় দশদিন বাড়নো হয়েছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামি বইমেলার আয়োজক কমিটির সদস্য ও গার্ডিয়ান প্রকাশনীর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান।প্রতি বছরই ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম চত্ত্বরে ইসলামি বইমেলা হয়। তবে প্রতি বছর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে মেলার আয়োজন করা হলেও এবারের ইসলামি বইমেলা আগের চেয়ে বেশ বড় পরিসরে পূর্ব গেইটে অনুষ্ঠিত হচ্ছে।এবারের মেলায় মূলধারার প্রায় ৮৫টি ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, আছে ১৫১টি স্টল যা অন্য বছরের তুলনায় অনেক বেশি।এবারের ইসলামি বইমেলার রূপেও ব্যাপ...