ঘন কুয়াশায় অচল জলপথ: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
|| নিজস্ব প্রতিবেদক ||ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সদরঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যাত্রীবাহী লঞ্চ, ফেরি ও পণ্যবাহী কার্গো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীতে কুয়াশার ঘনত্ব অত্যধিক বেড়ে যাওয়ায় নৌপথের সিগন্যাল ও বয়া দেখা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর অববাহিকায় দৃশ্যমানতা (Visibility) শূন্যের কাছাকাছি নেমে আসায় মাঝনদীতে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ ও ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জা...










