রাসূলুল্লাহর ইকামতে দ্বীনের বিপ্লবী দাওয়াত উম্মাহর ঘরে ঘরে পৌঁছাতে হবে__ইসলামী ঐক্য আন্দোলন
|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামিক ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ (সা:) এর স্মরণে তাঁর জীবনীর নানান দিক নিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। রাসূলুল্লাহ (সা:)-এর জীবনের দু'টি অংশ, মাক্কী জীবন ও মাদানী জীবন। মক্কায় প্রথম ৩ বছর গোপনে দ্বীনের দাওয়াত, এর পর ১০ বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। অতঃপর মদিনায় ১৩ বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার গোহাটা জামে মসজিদে অনুষ্ঠিত দাওয়াতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রাসূলুল্লাহ (সা:)-এর গোটা জীবনী তথা মাক্কী ও মাদানী জীবনের প্রতিটি মুহূর্ত ও সকল কর্ম ছিল বিপ্লবী ও আপোষহীন। ...










