রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ
|| নিজস্ব প্রতিবেদক ||বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আইন বাস্তবায়ন, বৈষম্যমূলক বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সারাবছর নিবন্ধন আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করার দাবিতে বিক্ষোভ করেছে নিবন্ধনবিহীন ছোট ছোট দল নিয়ে গঠিত রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যমূলক নির্বাচন কমিশনের অধীনে কোনো দলীয় বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা অবিলম্বে কমিশনের পদত্যাগ ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন নিবন্ধন আইন প্রণয়নের দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন, রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি)-এর চেয়ার...










