পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এক সপ্তাহের মধ্যে : ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক
বাজারে চলতি মওসুমের মুড়িকাটা পেঁয়াজ উঠায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। অসাধু ব্যবসায়ীদের মজুদদারি ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।মহাপরিচালক সফিকুজ্জামান বলেছেন, ‘পেঁয়াজ কারসাজির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।’ এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম একেবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।এদিকে, সোমবার বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে। ...
