রবিবার, জুলাই ২৭

মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন

দেশের অন্যতম সুনামধন্য শিল্পগ্রুপ মন্ডল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান- ‘মন্ট্রিমস লিমিটেড’ জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) অর্জন করেছে। প্রতিষ্ঠানটির এক্সেসরিজ এবং প্যাকেজিং বিভাগে দেশের রপ্তানি ব্যবসায় ২০২১-২০২২ সালে অসাধারণ অবদানের জন্য এই ট্রফি দেয়া হয়।

রবিবার (১৪ জুলাই ২০২৪) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, এমপির হাতে ট্রফিটি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে ২০২১-২২ অর্থবছরে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয় ৭৭টি প্রতিষ্ঠানকে। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায় একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *