রাজধানীর বিভিন্ন বাজারে আজ রবিবার (১৪ জুলাই) সকালেও কাঁচা মরিচ কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিকেলেই এই কাঁচা পণ্যের দাম নেমেছে প্রায় অর্ধেকে।
বিক্রেতারা গণমাধ্যমকে জানান, রাজধানীতে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। এদিন বিকেলে তারা কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করছেন তারা।
বিক্রেতারা বলেন, সকাল অবধি তারা ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।