শুক্রবার, নভেম্বর ২২

খাগাইল গ্রামে মাদকমুক্ত এলাকা চাই স্লোগানে জরুরি পরামর্শ সভা

বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে, তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদকাসক্তি হলো সবকিছুর শীর্ষে। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কারণ, কোনো যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়; যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল, গৌরীনগর, বর্নি ও আশপাশের এলাকা বর্তমানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা আতংকিত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অবাধে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনে তারা মানসিকভাবে বিপর্যস্ত। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আতংকিত শিক্ষার্থীরা সম্প্রতি তাদের নিজের উদ্যোগে জরুরি পরামর্শ সভায় মিলিত হয়। তাদের আহ্বানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এলাকা মাদকমুক্তকরণে শিক্ষার্থীদের জরুরি পরামর্শ সভার উপস্থিতি

উল্লেখ্য যে, অত্র গ্রামের মুরব্বিগণ, আলেম ও যুব সমাজ মাদকমুক্ত সমাজ গঠনে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এসব উদ্যোগের মধ্যে ছিল এ ধরনের ঘৃণিত কাজে জড়িতদের বুঝানো, ঝরিমানা ও প্রতিজ্ঞা নেওয়া ইত্যাদি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের নিন্দিত ব্যবসা কোনোভাবেই দমন করা যাচ্ছে না। তাই মিটিংয়ে উপস্থিত ছাত্র ও যুব সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতার উপর জোর দেন। সাথে সাথে তাদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার প্রত্যাশায় মিটিং সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *