শুক্রবার, নভেম্বর ২২

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপমহাদেশের শ্রেষ্ঠ রুমি গবেষক ও সাধকপুরুষ, বাংলার রুমি শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৩তম ওফাতবার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে আন্তর্জাতিক সেমিনারসহ অনুষ্ঠানাদি আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলার রুমি প্রতিষ্ঠিত আধ্যাত্মিক চর্চা ও গবেষণামূলক সংগঠন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীস্থ সোসাইটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোসাইটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ড. মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটির যৌথ উদ্যোগে ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনার ও চট্টগ্রামে সেমিনার-সহ বাংলার রুমির মাজর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক, সোসাইটির সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম, সোসাইটির কোষাধ্যক্ষ ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী, সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বিভাগটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ বাহাউদ্দিন, বিভাগটির বর্তমান চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসানুল হাদী, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক তানজিনা বিনতে নুর, মো. বাদল মিয়া এবং সোসাইটির সদস্য মো. সায়ীদুর রহমান ও মো. ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *