মঙ্গলবার, জুলাই ২৯

ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলি বাহিনীর উপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ। এই ড্রোন হামলায় আহত হয়েছেন ইসরায়েলের ১৮ সেনা, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রবিবার (৩০ জুন) এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

বিজ্ঞাপন

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনাসদস্য আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিতেই হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের গাজা ইস্যু নিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা চলছে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে গোষ্ঠীটি। এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায় সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *