যশোর সদর উপজেলায় আহসান হাবিব (৩৭) নামে এক শিক্ষক ধান কেটে বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি মারা যান। আহসান হাবিব যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়দের ধারণা, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, আহসান হাবিব সকালে মাঠের ধান কেটে বাড়িতে আসেন। বাড়িতে এসেই সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা এবং শরীর জ্বালাপোড়ায় কাতরাতে থাকেন। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, প্রচণ্ড তাপের কারণে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।