যাপিত সভ্যতা
|| সাইফুল সোহেল ||
চীন কাগজের ঠোঙায় উড়ছে ভালোবাসা
অনুভূতিরা আবাস পেতেছে ফেস্টুন ব্যানারে
প্রিয় মূহুর্তরা বন্দী মাইক্রোচীপের বন্দীশালায়
উৎসবের দিন রূপ নিয়েছে ব্যক্তিগত প্রচারনায়
সুস্থ্য শৃংখল জীবন যেন এক রূপকথা
যার অস্তিত্ব নেই কিন্তু একসময় ছিল বলে বিশ্বাস করি।
নৈতিকতা , মূল্যবোধ এখন প্রত্নতাত্ত্বিক সংস্কার
কালেভদ্রে খুঁজে পেয়ে বিস্মিত হই।
প্রেয়সিকে পুস্প দিয়ে চমকিত করা সেকেলে
বরং সর্বশেষ প্রযুক্তির সেলুলারেই মোক্ষম ।
শিক্ষাগুরুও গর্বিত হয় যে কোন উপায়ে প্রতিষ্ঠিত হওয়া ছাত্রের আভিজাত্যে ।
জীবন বাকেঁ তবুও কদাচিৎ দেখা পাই সহজ সরল নির্মোহ কারোর
আফসোস করি এমন যদি হতো আমি,
সন্মুখ থেকে সরে দাঁড়াতেই ফিরে যাই আমার সভ্যতার বাস্তবে।
লেখক: সহকারী শিক্ষক (ইংরেজি), পিরোজপুর।