মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে উইন্টার ফেস্ট উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি কন্টেস্ট (ক্যাপচার দ্যা ফ্ল্যাগ) অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও কম্পিউটার ক্লাবের সাইবার সিকিউরিটি উইং এর ব্যবস্থাপনায় এ কন্টেস্ট অনুষ্ঠিত হবে।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার ও ইন্টারনেট জগতে নিজের, সমাজের ও দেশের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে এবং দক্ষ জনবল তৈরির অঙ্গীকার নিয়ে ইউআইটিএসের সিএসই বিভাগ এবং সাইবার সিকিউরিটি উইং নিয়মিত সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, কন্টেস্ট এবং ট্রেনিং সেশন সফলভাবে পরিচালনা করছে।