
|| অনলাইন ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশ তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং জোরদার করেছে।
চলতি মাসে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাণী থেকে মানুষের দেহে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে এর কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।
বাংলাদেশে ২০০১ সাল থেকে এই ভাইরাসে শতাধিক প্রাণহানি ঘটেছে। ভারতেও এর আগে ২০০১ ও ২০০৭ সালে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে এশিয়ার দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
