বুধবার, জানুয়ারি ২৮

ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারতের মহারাষ্ট্রে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিমানে থাকা অজিত পাওয়ারের চারজন সফরসঙ্গী, যার মধ্যে পাইলট ও নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তাদের সবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে একটি ছোট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। সেখানে তার নির্ধারিত চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে এবং বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্রুত উদ্ধারকারী দল পৌঁছালেও বিমানে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

মহারাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী অজিত পাওয়ার ছিলেন এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

এই খবর ছড়িয়ে পড়ার পর ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সময় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে অবস্থান করা শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে দ্রুত পুণের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *