মঙ্গলবার, জানুয়ারি ২৭

বাংলাদেশের সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করল আইসিসি

|| স্পোর্টস ডেস্ক ||

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আবেদন করা বাংলাদেশের সকল সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২৬ জানুয়ারি) রাতে একযোগে বাংলাদেশ থেকে আবেদন করা শতাধিক মিডিয়াকর্মীকে ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে আইসিসির টিম অ্যাক্রিডিটেশন বিভাগ থেকে এই গণপ্রত্যাখ্যানের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।

ফলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ১৬ জাতির এই বিশ্ব আসরে গ্যালারিতে বসে সরাসরি সংবাদ কাভার করার সুযোগ হারাচ্ছেন দেশের সাংবাদিকরা।

মূলত আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার চূড়ান্ত সিদ্ধান্তের পরই এমন পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছিল যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে জোরালো মনে না করায় ভেন্যু পরিবর্তনে রাজি হয়নি। এমনকি ভারতের মাটিতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত এই আসর থেকে লাল-সবুজের প্রতিনিধিদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের এই রশি টানাটানির প্রভাব এবার পড়ল সংবাদকর্মীদের ওপর। বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত না হলেও বড় এই আসর কাভার করতে আগ্রহী ছিলেন অনেক ক্রীড়া সাংবাদিক। সাধারণত কোনো দেশের দল অংশ না নিলেও আন্তর্জাতিক সংবাদকর্মীদের কার্ড পাওয়ার নজির রয়েছে, কিন্তু এবার বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে ব্যতিক্রমী অবস্থান নিল আইসিসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, মূল আসর থেকে বাংলাদেশের সরে যাওয়ার কারণেই আইসিসি সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রদানে আর আগ্রহ দেখায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *