
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে খুলনার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মতো নতুন কেন্দ্রও রয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও বিভ্রান্তি।
কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য-
রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের কেন্দ্রটি একেবারেই নতুন এবং মাত্র এক বছর আগে এর কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বোর্ডের প্রতিনিধি দল কেন্দ্রটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রধান শিক্ষকের দাবি, সব ঠিক থাকার পরেও কেন হঠাৎ কেন্দ্রটি বাতিল করা হলো, সে বিষয়ে তারা অন্ধকারে আছেন।
অন্যদিকে, বোর্ড কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান জানান, হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রগুলোর বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং অবকাঠামোগত নানা সমস্যার অভিযোগ আগে থেকেই ছিল।
বাতিলের নেপথ্যে কারণ-
বোর্ড সূত্রে জানা গেছে, কেবল অবকাঠামো বা অনিয়ম নয়, কেন্দ্রগুলো বাতিলের পেছনে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে। পরিদর্শক কামরুজ্জামানের দেওয়া তথ্যমতে, স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ব্যাপারে নতুন করে ভাবার বা সিদ্ধান্ত পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।
সংকটে শিক্ষার্থীরা-
আকস্মিক কেন্দ্র বাতিলের ফলে ওই কেন্দ্রগুলোর অধীনে থাকা পরীক্ষার্থীদের এখন ভিন্ন কোনো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। এতে যাতায়াত ও নতুন পরিবেশ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে নিয়ম রক্ষার অংশ হিসেবে দেখলেও, ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো একে অবাস্তব ও অযৌক্তিক বলে মনে করছে।
