
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনী ধারণাকে কার্যকর স্টার্টআপে রূপ দেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট। ইউরিচ (Youth in Research and Action for Social Change) ও ডিইআইইডি (DEIED) প্রকল্পের যৌথ আয়োজনে, বিশ্বব্যাংক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের প্রধান লক্ষ্য হলো তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে বাস্তবসম্মত ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের সুযোগ তৈরি করা এবং রাজশাহী বিভাগে একটি টেকসই ও কার্যকর স্টার্টআপ পরিবেশ গড়ে তোলা।
তিনি বলেন, দেশের তরুণরা যেন কেবল চাকরির পেছনে সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে—এই চিন্তা থেকেই এই আয়োজন। সামিটের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নেটওয়ার্কিং, বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং সরকারি-বেসরকারি সহায়তার সুযোগ রাখা হয়েছে।
এই বিভাগীয় স্টার্টআপ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট সেশনে বক্তব্য দেবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ ছাড়া অনুষ্ঠানে দেশের একজন সুপরিচিত ইয়ুথ ইনফ্লুয়েন্সার অংশ নেবেন, যার নাম পরে জানানো হবে বলে আয়োজকরা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পর্যাপ্ত গবেষণা, তথ্য বিশ্লেষণ ও সুপরিকল্পনার অভাবে দেশের অনেক স্টার্টআপ দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারছে না। এই বাস্তবতা মাথায় রেখেই গবেষণাভিত্তিক ও তথ্যনির্ভর স্টার্টআপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইউরিচ এই সামিট আয়োজন করেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বিশেষ করে রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
“স্টার্টআপ আইকন রাজশাহী: এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস” শিরোনামে আয়োজিত এই সামিটে তিনটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে। ক্যাটাগরিগুলো হলো—অডিয়েন্স রেজিস্ট্রেশন, বিজনেস আইডিয়া কম্পিটিশন এবং স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।
বিজনেস আইডিয়া কম্পিটিশনে বিজয়ীদের জন্য থাকছে মোট ২ লাখ টাকা প্রাইজমানি। আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০২৬।
সারাদিনব্যাপী এই সামিট আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের কর্মসূচিতে থাকছে স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া ও স্টার্টআপ প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহাট লঞ্চ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই বিভাগীয় স্টার্টআপ সামিট রাজশাহী বিভাগে উদ্যোক্তা উন্নয়ন, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
