
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণের এই নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে অলঙ্কারের নকশা ও মান অনুযায়ী মজুরির পরিবর্তন হতে পারে।
এদিকে স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই রুপার দাম দশমবারের মতো সমন্বয় করা হলো, যার মধ্যে সাতবারই দাম বেড়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও দেশের বাজারে ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বারই ছিল ঊর্ধ্বমুখী।
