রবিবার, জানুয়ারি ২৫

ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন: বগুড়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

শীতের নরম সকালে কুয়াশার আবরণ ভেদ করে শুরু হয় এক আনন্দভরা যাত্রা। গন্তব্য উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। লক্ষ্য—দীর্ঘদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের চাপ কিছু সময়ের জন্য পেছনে রেখে সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্ভার সময় কাটানো।

শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার বিনোদন কেন্দ্র ‘মম ইন’ পার্কে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা-২০২৬। দিনব্যাপী এই আয়োজন পার্ক প্রাঙ্গণকে রূপ দেয় এক প্রাণবন্ত উৎসবস্থলে। হাসি-আনন্দ, খেলাধুলা, আড্ডা ও বনভোজনের মধ্য দিয়ে কেটে যায় একটি স্মরণীয় দিন।

১০২ জন সদস্য নিয়ে গঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে পারস্পরিক ঐক্য ও পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে এ ধরনের আয়োজন করে আসছে। এবারের মিলনমেলাতেও ক্লাবের সদস্যদের পাশাপাশি তাঁদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতি আয়োজনকে করে তোলে আরও আনন্দঘন ও অর্থবহ।

সকাল থেকেই পার্ক এলাকায় ছিল উৎসবের আমেজ। শিশুদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা থাকায় তারা উচ্ছ্বাসে মেতে ওঠে। বড়রা সময় কাটান গল্প, আড্ডা আর কর্মজীবনের নানা স্মৃতিচারণে। দীর্ঘ সময়ের পেশাগত ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায় এই মিলনমেলার পরিবেশে।

দুপুরে বনভোজন শেষে বিকেলে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি সময়সাপেক্ষ ও দায়িত্বপূর্ণ পেশা। প্রতিদিন খবরের পেছনে ছুটতে গিয়ে পরিবার ও ব্যক্তিজীবনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এ ধরনের পারিবারিক মিলনমেলা সহকর্মীদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ। তিনি বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সংগঠনিক শক্তি ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সত্যিই প্রশংসার যোগ্য। এখানে সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করেন, যা একটি আদর্শ সাংবাদিক সংগঠনের পরিচায়ক।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, এই আয়োজন কেবল বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে, যা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে সহায়ক। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।

আয়োজকদের মতে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার যে উদ্যোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব গ্রহণ করেছে, তা দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং তাঁদের পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। বিকেলের পড়ন্ত রোদ ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হয় এই মিলনমেলা। তবে সবার মনে রয়ে যায় আনন্দ, প্রশান্তি আর একঝাঁক রঙিন স্মৃতি, যা দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *