
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ মহিদুর মোল্লা (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সাকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত মহিদুর মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি গ্রামের বাসিন্দা মুন্নাফ মোল্লার ছেলে বলে জানা গেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি বাস থেকে তার মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
