শনিবার, জানুয়ারি ২৪

জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরীর সেক্রেটারি ও খুলনা–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী খুলনা–২ আসনের ১৭, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগের সময় তিনি বাশতলা, ইসলামাবাদ, বানরগাতি, মেঠেরপুল, বসুপাড়া, টিএসসি এলাকা, বিহারী কলোনীর মোড়, আমতলা, শেরে বাংলা রোড, বরকাতিয়া, সোনাডাঙ্গা, হাফিজনগর ও আল ফারুক সোসাইটি এলাকাসহ একাধিক স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এডভোকেট হেলাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর মতে, গণভোট সফল হলে নির্বাচনও সঠিক পথে এগোবে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের ভবিষ্যৎ আরও দৃঢ় হবে।

গণসংযোগকালে তিনি সমাজ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা নির্মূলে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কথা বলে কিন্তু গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেশকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়েছে। এখন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ২০২৬ সালের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ চাঁদাবাজিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের পথে হাঁটবে, নাকি আবার পুরনো অনিয়মের চক্রে ফিরে যাবে।

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের আমীর মাওলানা ছফির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, মাস্টার এনায়েত আলী, ব্যাংকার আরিফ মোল্লা, মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, বেলাল হোসেন, রুম্মান তালুকদার, শাহ আলম, শামীম হাসান, টুটুল, জিন্নাত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *