শুক্রবার, জানুয়ারি ২৩

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের প্রথম পর্বের উদ্বোধন করা হয়।

সকালে বিদ্যালয় মাঠকে রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর মশাল হাতে মাঠ প্রদক্ষিণ এবং স্কাউট দলের আকর্ষণীয় কুচকাওয়াজের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম। আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম মুহাঃ আজাদ, প্রাক্তন সিনিয়র শিক্ষক রবিউল করিম, মাওলানা আব্দুস সাত্তার এবং প্রাক্তন সভাপতি মজিবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম দিনের প্রতিযোগিতায় দলীয় নৃত্য, দৌড়, লাফ ও ‘যেমন খুশি তেমন সাজ’সহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইভেন্ট শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আগামী ২৫ জানুয়ারি (রবিবার) দ্বিতীয় পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সমাপ্ত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *