
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তাদের বিকাশে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনোভেশন হাব (আইহাব) এবং দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর জাতীয় অ্যাপ স্টোর ‘বিডি-অ্যাপস’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) তারিখে রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্বের সূচনা হয়।
চুক্তিতে ইউআইটিএস-এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং রবির পক্ষ থেকে কাস্টমার ভ্যালু সল্যুশনসের পরিচালক জনাব মানিক লাল দাস স্বাক্ষর করেন। এই চুক্তির মূল লক্ষ্য হলো দেশীয় ডেভেলপার, কনটেন্ট প্রোভাইডার এবং উদীয়মান উদ্যোক্তাদের জন্য রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই (API) ব্যবহারের সুযোগ করে দেওয়া। এর ফলে প্রোগ্রামিং দক্ষতা না থাকলেও যে কেউ মোবাইল অ্যাপ তৈরি, হোস্টিং ও বাণিজ্যিকীকরণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ইউআইটিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক ও আইহাব-এর ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। রবি ও এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর পক্ষে জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার ফাতেমা নাশরাহ এবং মিয়াকি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই কৌশলগত সহযোগিতা দেশের শিল্প ও শিক্ষা খাতের (Industry-Academia) বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
