
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগেই সাধারণ ছুটি নির্ধারিত ছিল। আজ নতুন করে ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিকে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
শফিকুল আলম আরও জানান, সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি বিশেষ ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শিল্পকারখানার শ্রমিকরা ভোটের সময় টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত এবং ভোটাধিকার নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
