শুক্রবার, জানুয়ারি ২৩

মাদক ও ডিজিটাল আসক্তি দুটোই ভয়াবহ: খুলনায় আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে খুলনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, মাদকাসক্তি আজ একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা নারী-পুরুষ নির্বিশেষে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই সমস্যা থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষা মানুষের আচরণ ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকরাই সন্তানদের সঠিক পথে পরিচালিত করার মূল কারিগর। মাদক থেকে দূরে থাকাই একজন প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয়। একই সঙ্গে তিনি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, এগুলোর আসক্তি অনেক ক্ষেত্রে মাদকের মতোই ক্ষতিকর হয়ে উঠছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও মননশীল চর্চা থেকে বিচ্যুত হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের চিন্তা, মেধা ও আচরণে শিক্ষার প্রতিফলন থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, শিশু ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোছা. বিউটি কুইন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *