
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। তার এমন আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করে কেন্দ্রীয় নেতৃত্ব।
এছাড়া সম্প্রতি বিভিন্ন সময় দেওয়া তার কিছু বক্তব্য বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়। বিশেষ করে একাধিক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে দায়িত্বহীন, অসংযত এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়েছে।
দলীয় স্বার্থ, শৃঙ্খলা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
