
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা করবেন অধ্যাপক আলী রীয়াজ। একই দিনে বেলা ২টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় ইমাম সম্মেলনে।
উক্ত সফরটি খুলনা অঞ্চলে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি গণভোটের বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
