রবিবার, জানুয়ারি ২৫

ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নির্দেশে হামলা; কাতার প্রবাসী সেলিম গুরুতর আহত

|| চট্টগ্রাম প্রতিনিধি ||

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব রায়ছটা গ্রামের বুড়ির টেক এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাতার প্রবাসী সেলিম উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবারের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের কারণে ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি, ভূমিদস্যু খ্যাত ফজলুল কাদেরের নেতৃত্বে খোরশেদুল আলম, শফিকুল আলম ও মো. তানিম, সেলিম উদ্দীনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা মোক্তার আহমদকেও মারধর করা হয়। আহত মোক্তার আহমদ পরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সেলিম উদ্দীনের বাবা আবদুস ছফুর জানান, ফজলুল কাদের, খোরশেদুল আলম ও শফিকুল আলম একের পর এক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর হয়রানি চালিয়ে আসছেন। চিকিৎসা নেওয়ার পর বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার অন্যতম অভিযুক্ত খোরশেদুল আলম আগে জুলাই-আগস্টের ঘটনায় দায়ের হওয়া সিআর ২৮৪৯/২৪ (কোতোয়ালি) মামলার ১৭৪ নম্বর আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *