
শব-ই-মিরাজের শিক্ষায় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী
|| নিজস্ব প্রতিবেদক ||
লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ “আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মিরাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে বৈষম্যহীনভাবে। সমাজে আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজকে সুন্দর, সুশৃঙ্খল করে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণ করে সুবিচার প্রতিষ্ঠা করার মাধ্যমেই দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তি অর্জন সম্ভব। পরিশেষে তিনি কোরআন ও হাদিসের আলোকে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মিরাজের গুরুত্ব তুলে ধরার জন্য আজকের এই আলোচনা সভার মুখ্য আলোচককে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আলোচনা সভায় উপস্থিত হতে না পেরে এক বার্তায় জানান, কুলাউড়ার ভূকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুকের মৃত্যুতে মরহুমের জানাযায় অংশগ্রহণ করার জন্য তিনি কুলাউরায় অবস্থান করেন। অনুষ্ঠান পরবর্তী সময়ে তিনি উপস্থিত হন এবং আজকের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলী এ ইউনিভার্সিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করেন। ইসলামিক স্টাডিজ বিভাগ যোগ্য স্কলার তৈরীতে কাজ করছে।
আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মিরাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার মুখ্য আলোচক ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান বলেন, আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের নির্দেশনার আলোকে জুলুমমুক্ত সমাজ গড়তে হবে। ব্যভিচার, সুদ, ঘুষ, গিবতসহ যাবতীয় নিষিদ্ধ কাজ বর্জন করে ভেজালমুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে হবে। অন্যায়ভাবে জ্ঞান ও দৃষ্টি শক্তি ব্যবহার না করে এবং দাম্ভিকতা বা অহংকার পরিহার করে মানবতার সেবায় নিজের অর্জিত সম্পদ ব্যয় করতে হবে। পিতামাতার প্রতি নম্র, ভদ্র ও সদয় হওয়া এবং প্রবীণদের কোনভাবেই উপেক্ষা করা যাবে না। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা না বলে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন করে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। আদর্শ সমাজ বিনির্মাণে তিনি মানবতার সেবায় নিবেদিত ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলীর শিক্ষা ও স্বাস্থ্যখাতে তাঁর অবদান উল্লেখ করে বলেন, আল্লাহ্ যার মাধ্যমে মানবতার কল্যাণ সাধন হবে তাকেই প্রচুর সম্পদ দিয়ে থাকেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচাল অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কবির আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ক্কারী আব্দুল হক মো. শহিদ। নাশীদ পরিবেশন করেন
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস সহকারি রুমেল।
আলোচনা সভা অনুষ্ঠানে
আলোচনা পরবর্তী দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জিয়াউর রহমান। এতে ভূকশিমইল স্কুল এন্ড কলেজ কুলাউড়া, মৌলভীবাজার এর প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মাশুক এর মৃত্যুতে তাঁর জান্নাতি জীবন কামনা করে বিশেষভাবে মুনাজাত করা হয়।
