সোমবার, জানুয়ারি ২৬

নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ আদালত, কুড়িগ্রাম।

‎মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।

‎ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এরী একপর্যায়ে আসন্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা-কাটাকাটির জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন।

‎নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান দীপ মন্ডল বিএনপির কোনো পদে না থেকেও বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করতে চেয়েছেন। নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *