
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাসিক দারসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আয়োজিত এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁঞা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিটি মুমিনের উচিত ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কুরআনের বিধান মেনে চলা।
ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা থানা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। দারস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
