
|| ধর্ম ডেস্ক ||
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আজ শনিবার (১৭ জানুয়ারি), শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত, বরকত ও ক্ষমা কামনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহ এই মহিমান্বিত রাতটি পালন করছেন।
ইসলাম ধর্ম মতে, নবুয়াতের একাদশ বর্ষের রজব মাসের এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর বিশেষ আমন্ত্রণে মক্কা মোকাররমা থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছান এবং সরাসরি মহান স্রষ্টার দিদার লাভ করেন। এই মিরাজ বা ঊর্ধ্বগমনের মাধ্যমেই উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার হিসেবে নিয়ে আসেন নবীজি (সা.)।
মহিমান্বিত এই রাতটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে আজ বিশেষ ইবাদত-বন্দেগি, ওয়াজ মাহফিল, জিকির ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর থেকেই ওয়াজ ও মিলাদ মাহফিল শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়া করছেন।
এছাড়া অনেকে এই পবিত্র রাত উপলক্ষে আগামীকাল শনিবার নফল রোজা পালন করবেন।
