শনিবার, জানুয়ারি ১৭

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবের কোনো বিকল্প নেই: তালাবার তারবিয়াত ক্যাম্পে বক্তারা

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীদের আদর্শিক মানোন্নয়ন, আত্মশুদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজেদের আমল ও আখলাকের মাধ্যমে সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, তালাবার অন্যতম লক্ষ্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সংগঠনের কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আদর্শ জীবন গঠনের ওপর। বক্তারা সংগঠনের কর্মীদের নিয়মানুবর্তিতা পালন, নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও বৈষম্য দূরীকরণে সংগঠনটি তার ঐতিহ্যবাহী সংগ্রাম অব্যাহত রাখবে। বিশেষ করে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ধর্মীয় শিক্ষার প্রসারে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

তারবিয়াত ক্যাম্পে সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট ওয়াহিদুজ্জামান চৌধুরী।

ক্যাম্পটির বিভিন্ন সেশনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান সম্পাদক ইমরানুল হক সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ এবং অর্থ সম্পাদক হাফেজ নাইমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরী সভাপতি মোস্তফা আল মোতাহারী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ও অর্থ সম্পাদক আশিকুর রহমানসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

তারবিয়াত ক্যাম্পে ঢাকা মহানগরীসহ সারাদেশ থেকে আগত বিভিন্ন শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *