
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে অনলাইনে তথ্য প্রদানের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা জমা দিতে পারবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক (দাখিল ও এবতেদায়ী) ইবাদাৎ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি প্রদানের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাবতীয় তথ্য নির্ধারিত লিংকে প্রবেশ করে চাহিদা মেন্যু থেকে প্রদান করতে হবে।
পূর্বে নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে এখন ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত তথ্য প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে প্রদানের সুবিধার্থে একটি নমুনা কপি বা ইউজার ম্যানুয়াল অধিদপ্তরের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
দেশের সকল অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে অধিদপ্তর। উপবৃত্তি সংক্রান্ত এই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের কাছে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
