সোমবার, জানুয়ারি ১২

বৈধতা পেয়েছে মানিকগঞ্জে হেনস্তার শিকার সেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার হওয়া মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা রইল না।

এর আগে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গেলে তাকে হেনস্তার অভিযোগ ওঠে। এদিকে, তার মনোনয়নও বাতিল করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, “আমি নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সন্তুষ্ট।”

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আতাউর রহমান আতার সমর্থকরাও। তারা বলছেন, এ রায়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতিফলন ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *