রবিবার, জানুয়ারি ১১

খুলনায় অনূর্ধ্ব–১৮ ক্রিকেটারদের মতবিনিময়, শৃঙ্খলা ও শিক্ষার ওপর জোর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো জরুরি। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে খেলাধুলার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি আরও বলেন, সফল হতে হলে জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে বাছাই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবির নির্বাচক নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান এবং সাবেক ক্রীড়া শিক্ষক অ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্র জানায়, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিভাগের ১০টি জেলা থেকে আগত মোট ৪৭ জন তরুণ ক্রিকেটার বাছাই পর্বের অনুশীলনে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *