
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অংশ নিচ্ছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা। আজকের তফশিল অনুযায়ী, আপিল ক্রমিক ৭১ থেকে ১৪০ পর্যন্ত আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
শুনানির সময়সূচি:
- শনিবার (১০ জানুয়ারি): ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে।
- আজ রবিবার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর।
- সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর।
- মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদিন পর্যায়ক্রমে এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানিতে আপিলকারীদের অভিযোগ ও রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
