রবিবার, জানুয়ারি ১১

সলঙ্গার সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য সলঙ্গা সদরের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান সিরাজগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী,অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহ —রাজেউন।

মৃত্যুকালে আব্দুল হামিদ স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন প্রবিণ বর্ণাঢ্য ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী এম আকবর আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

মরহুমের নামাজে জানাজায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাজাহান আলী, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ, সিরাজগঞ্জ-উল্লাপাড়ার আইনজীবী, সলঙ্গা অঞ্চলের দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

পারিবারিকভাবে আব্দুল হামিদের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। অ্যাড. আব্দুল হামিদের মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *