রবিবার, জানুয়ারি ১১

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে খুলনায় নাগরিক সমাজের মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাস। এ সময় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনির চৌধুরী হোসেল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শিক্ষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নিতাই পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে গণতন্ত্র ও সুশাসনের কথা বললেও বাস্তবে তারা নিজ স্বার্থে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। যেখানে খনিজ সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের মজুদ রয়েছে, সেখানেই মার্কিন আগ্রাসনের নজির দেখা যায় বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, ভেনিজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেদেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গোপনে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া চরম বর্বরতার শামিল। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগারে আটক রাখাকে আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

সমাবেশ থেকে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী ও শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা খুলনাসহ সারাদেশের মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভেনিজুয়েলায় সংঘটিত এ ঘটনার বিরুদ্ধে অবিলম্বে সরকারি পর্যায়ে নিন্দা ও প্রতিবাদ জানানো প্রয়োজন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, নাগরিক আইন পরিষদের ইনস্ট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *