শনিবার, জানুয়ারি ১০

বেলকুচিতে নূরুল-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

“সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামে নূরুল-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিশিবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে প্রধানত চক্ষু চিকিৎসা ও পরামর্শ, ছানি রোগীদের জন্য বিনা অথবা স্বল্পমূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও সাধারণ মেডিসিন, শিশু, নারী ও প্রসূতি, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ এবং ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
প্রফেসর ডা. মোঃ রকিবুল ইসলাম (অর্থোডনটিকস্), ডা. সামিউল হাসান মিলার (ডেন্টাল ইউনিট), ডা. শিবলী হাসান শুভ (ইএনটি), ডা. সুস্মিতা (গাইনি অ্যান্ড অবস), ডা. দীপক কুমার পিকে (মেডিসিন), ডা. আইরিন (পেডিয়াট্রিক্স), ডা. মোঃ ইয়াছির আরাফাত (চর্ম ও যৌন রোগ)সহ আরও অনেকে।

এছাড়া অধ্যাপক এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক সংস্থা সাইট সেভার্স, বাংলাদেশ–এর সহায়তায় চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। কুমুদিনী উইমেনস্ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোছাঃ আমিনা খাতুনসহ অভিজ্ঞ চিকিৎসকরা সেবায় যুক্ত ছিলেন।

মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,এস এম তারিকুল ইসলাম (তরিৎ), সোহেল তালুকদার, ওমর আলী তালুকদার, বেলাল হোসেন মন্ডল ও আব্দুল মালেক সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শহীদুল ইসলাম।

আয়োজকরা জানান, নূরুল-মোমেনা ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে নিয়মিত মানবিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত তাদের উদ্যোগে প্রায় ২ হাজারের মতো ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য নূরুল-মোমেনা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *